চলতি বিশ্বকাপে নজরকাড়া পারফরমেন্স একমাত্র ভারতের। টানা ৯টি ম্যাচে জয়ের ফলে রোহিত শর্মার সামনে এখন শুধুই বিশ্বকাপ জয়ের স্বপ্ন। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটি ক্ষেত্রেই নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছেন ভারতীয় খেলোয়াড়রা। ফলে স্বভাবতই প্রশ্ন উঠছে, এটাই কি ভারতের সর্বকালের সেরা একদিনের দল? ভারতের সাফল্যের রসায়ন নিয়ে বহুজন বহু মতামত দিলেও একটা বিষয় সকলেই স্বীকার করেছেন তা হল গোটা দল এক সূত্রে গাঁথা রয়েছে। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ের ক্ষেত্রে নিজেদের দক্ষতার প্রকাশ ঘটিয়েছেন তাঁরা।
ওপেনার হিসেবে রোহিত শর্মা এবং শুভমন গিল প্রতিটা ম্যাচেই দুর্দান্ত খেলেছেন। এমনকি, পাওয়ার প্লে-রও পুরোপুরি ফায়দা তোলার চেষ্টা করেছেন তাঁরা। রোহিত আগ্রাসীভাবে শুরু করলেও শুভমন কিছুটা সময় নিয়েই হাত খুলে খেলেছেন। পাশাপাশি প্রতিটা ম্যাচেই রান করেছেন বিরাটও। শুধু ব্যাটিং নয় বোলিংয়েও সফল ভারতীয় টিম। শুধুমাত্র নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই মোট ৭টি উইকেট নিয়েছেন মহম্মদ শামি। অন্যদিকে গোটা বিশ্বকাপে ১৫টি করে উইকেট নিয়েছেন বুমরা ও জাদেজা। মূলত টপ অর্ডার অত্যন্ত ভালো ফর্মে থাকার ফলে অনেকটাই চিন্তা মুক্ত থেকেছেন খেলোয়াড়রা।
ভারতের এই পার্ফমেন্স দেখে দীনেশ কার্তিক নিজেই বলেছেন, এটাই ভারতের সর্বকালের শ্রেষ্ঠ দল। অতীতের কোনও দলই এমনই ক্ষমতা দেখাতে পারেনি বলে মত তাঁর। শুধু পারফরম্যান্স নয়, চাপ সামলানোর ক্ষেত্রেও এই দল যথেষ্ট দক্ষ বলেও জানিয়েছেন।