চমকের আর এক নাম মহেন্দ্র সিং ধোনি। এই নামেই তাঁকে এখনও ডাকে ক্রিকেট বিশ্ব। তাই মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) চমক দেবেন না, এমনটা হয়তো হতে পারে না। তাই দু বছর আগের এক স্বাধীনতা দিবসের সন্ধ্যায় দু কলি গান গেয়ে নিজের আন্তর্জাতিক ক্রিকেট শেষ করেছিলেন মাহি। আর আইপিএল (Ipl) শুরুর আটচল্লিশ ঘণ্টা আগে গত ১২ বছর ধরে তিল তিল করে বেড়ে তোলা চেন্নাইয়ের (Csk) ক্রিকেট সংসারের ব্যাটন তুলে দিলেন রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) হাতে। এটাই মাহি।
আজ থেকে দু বছর আগের কথা। চেন্নাইয়ের অন্যতম মালিক কাশি বিশ্বনাথ ইঙ্গিত দিয়েছিলেন, ২০২২ পর্যন্ত ধোনি তাঁদের সঙ্গে থাকবেন। সেই ইঙ্গিত কী এবার তা-হলে সত্যি হতে যাচ্ছে ? ঘড়ির কাঁটা বলছে, আর ৪৮ ঘণ্টা দূরে এই বছরের আইপিএল। দেশ থেকে করোনা বিধি শেষ হওয়ার আগে সরকারি অনুমতি নিয়ে মাঠে থাকবেন ২৫ শতাংশ দর্শক। অর্থাৎ মঞ্চ তৈরি ছিল। আর সেই মঞ্চে এবারও বাকিদের মাৎ করলেন মাহি। কলকাতা ম্যাচের রবীন্দ্র জাডেজার হাতে নেতৃত্ব তুলে দিয়ে কাশি বিশ্বনাথের ইঙ্গিতকে যেন মানত্য দিলেন।
আরও পড়ুন : আইপিএলের শুরুতেই চমক, চেন্নাইয়ে নেতা ধোনি যুগের অবসান, নয়া 'থালাইভা' জাডেজা
কথা আছে বাঘ বুড়ো হলেও বাঘ। ধোনিও তেমন। সবাই জানেন, নেতা ধোনির প্রাপ্তি চারটি আইপিএল জয়। কিন্তু ধোনির কাছে সময় সঙ্গে চলাটাই দস্তুর। হয়তো বুঝতে পারছেন বয়সের ভার। হয়তো বুঝতে পারছেন, নতুনের জন্য পথ মসৃণ করার দায়বদ্ধতা। তাই, তিনি আজও বিশ্ব ক্রিকেটের পল দো পল কা শায়র। এটাই ধোনি। রামায়ণে আছে, চোদ্দ বছরের বনবাস কাটিয়ে অযোধ্যায় নিজের সিংহাসনে বসেছিলেন ভগবান রাম। আর বারো বছরের চেন্নাইয়ের সংসার সাজিয়ে হয়তো নিজের পাকাপাকি ক্রিকেট সন্ন্যাসের পথে এক পা বাড়ালেন মহেন্দ্র সিং ধোনি।