বুচি বাবু টুর্নামেন্টে নিজের ছাপ রাখলেন ঈশান কিষাণ। প্রথম ইনিংসে তাঁর সেঞ্চুরি দেখে অনুরাগীরা বলেছেন, ঈশান কিষাণ ইস ব্যাক। তাঁর জোড়া ছক্কার জেরেই মধ্যপ্রদেশের বিরুদ্ধে ঝাড়খণ্ডকে জিতিয়েছেন ঈশান।
তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত হয়েছে এই বুচি বাবু টুর্নামেন্ট। ২০২৪ আইপিএলের পর এই টুর্নামেন্টের মাধ্যমেই বাইশ গজে ফিরেছেন ঝাড়খণ্ডের অধিনায়ক ঈশান কিষাণ।
এই টুর্নামেন্টে ঝাড়খণ্ডের হয়ে প্রথম ইনিংসে ১১৪ বলে ১০৭ রান করেন দলের ক্যাপ্টেন ঈশান কিষাণ। মোট ৫টি চার ও ১০ টি ছক্কা হাঁকান ঈশান। তাঁর এই দুর্দান্ত ইনিংস দেখে অনেকেই বলছেন আসন্ন বাংলাদেশ সিরিজে আবার জাতীয় দলে ফেরার একটি দাবি রাখলেন তিনি।
টিম ইন্ডিয়ার বাইরে রয়েছেন দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঈশান কিষাণ। ঘরোয়া ক্রিকেট না খেলার জন্য বিসিসিআইয়ের ক্ষোভের শিকার হয়েছিলেন ভারতীয় দলের এই ক্রিকেটার। এর মধ্যেই ঘরোয়া ক্রিকেটে তাঁর দুরন্ত ছন্দ দেখে অনেকেই মনে করছেন, এবার জাতীয় দলের দরজা খুলে যাবে তাঁর জন্য।