রঞ্জি ট্রফিতেও অনিশ্চিত ভারতীয় দলের তরুন উইকেটকিপার ও ব্যটার ইশান কিষাণ। সূত্রের খবর ইংল্যান্ড সিরিজে তাঁর খেলা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের টেস্ট দলে ছিলেন ইশান। তবে সিরিজ শুরুর আগে বাড়ি ফেরার কথা জানিয়ে ছুটি নেন। যদিও তিনি বাড়ি না গিয়ে দুবাই গিয়েছিলেন বলে খবর। এদিকে রঞ্জিতে খেলা নিয়ে ঝাড়খন্ড ক্রিকেট সংস্থার সচিবের সঙ্গেও যোগাযোগ করেননি ইশান। তারপরেই জানা গিয়েছে, সম্ভবত রঞ্জি ট্রফিতে থাকছেন না তিনি।
বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে, ছুটি নিয়ে পার্টি করায় বিপাকে পড়েছেন ইশান। প্রধান নির্বাচক অজিত আগারকার মনে করেন, ইশান তাঁদের সঙ্গে মিথ্যা কথা বলে সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন। যা নীতি বিরুদ্ধ কাজ।
অন্যদিকে রাহুল দ্রাবিড় আগেই জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকা ম্যাচের সময়েই তিনি বাড়ি ফিরবেন বলে ছুটি চেয়েছিলেন।