রঞ্জি ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ শুরু হল। ঝাড়খণ্ড খেলতে নেমেছে রাজস্থানের বিরুদ্ধে। সেই ম্যাচেও খেলতে নামলেন না ইশান কিষাণ। তাঁকে রঞ্জি খেলার নির্দেশ দিয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড় ও বোর্ড সচিব জয় শাহ। সেই নির্দেশের তোয়াক্কা করেননি ইশান। নিজের মতো অনুশীলনে ব্যস্ত তিনি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের দলে রাখা হয়েছিল ইশান কিষাণকে। সেই সিরিজে কে এল রাহুল ভারতের হয়ে উইকেট কিপার ছিলেন। প্রথম টেস্টের পর হঠাৎ করে তিনি দলকে জানান, তিনি মানসিকভাবে ক্লান্ত। বিশ্রাম প্রয়োজন। বোর্ড ছেড়ে দেয় তাঁকে। এরপরই দুবাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন ইশান কিষাণ। এই ঘটনা ভাল ভাবে নেয়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
আরও পড়ুন: রাজকোটে সরফরাজের অভিষেক টেস্ট, সূর্যকুমারের পরামর্শেই মুহূর্তের সাক্ষী বাবা নৌশাদ