রাঁচিতে ৯৩ রানের ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। ম্যাচের পর ইশান কিষাণ জানালেন, তাঁর মতো দ্রুত ছক্কা হাঁকাতে, অন্য কেউ পারেন না। তাই স্ট্রাইক রোটেট করার থেকে ছয় মারতেই তিনি বেশি সচ্ছন্দ।
রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে-তে ৭টি ছয় মেরেছেন ইশান কিষাণ। ম্যাচের পর তিনি জানান, "কোনও কোনও ক্রিকেটার স্ট্রাইক রোটেট করতে পছন্দ করেন। আবার কেউ কেউ ছয় মারতে সচ্ছন্দ। আমি যতটা দ্রুত ছয় মারতে পারি, কেউ ততটা ভাল পারে না। আমি স্ট্রাইক রোটেট করার কথা তাই খুব বেশি ভাবি না।"
রবিবার ইশান কিষাণ জানান, "আমি অনেককেই বলতে শুনেছি। আমরা বি-সাইড। দক্ষিণ আফ্রিকাকে হারানোর ক্ষমতা নেই। এই ধরনের মন্তব্যে আমি খুব হতাশ। প্রথম ম্যাচে হারতে হয়েছিল। তাই এই ম্যাচ জিততে চেয়েছিলাম।"