কোনওভাবেই যেন ঈশান কিষানকে থামানো (Ishan Kishan) যাচ্ছে না। এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছে ভারতীয় এই ক্রিকেটার। ফের ক্যারিবিয়ানদের মাটিতে নিজেকে প্রমাণ করলেন তিনি। বাঁ-হাতি ব্যাটার ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে পরপর তিনটি হাফ সেঞ্চুরি করে ছুঁয়ে ফেললেন মহেন্দ্র সিং ধোনিকে। সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫০ ওভারের শেষে ভারত ৫ উইকেটে ৩৫১ রান করেছে।
Asian Games: থাকছেন সুনীল ছেত্রী, এশিয়ান গেমসের দল ঘোষণা ভারতের
আগের ২টি ওয়ানডেতে যথাক্রমে ৫২ এবং ৫৫ রান করার পর, মঙ্গলবারও আরেকটি হাফ সেঞ্চুরি ঝুলিতে ভরে হাফ সেঞ্চুরিতে হ্যাট্রিকের তালিকায় ৬ নম্বর ব্যাটসম্যান হিসেবে জায়গা করে নিলেন। এই তালিকায় রয়েছেন দিলীপ ভেঙ্গসরকার এবং এমএস ধোনির মতো ক্রিকেটাররাও।
স্পিনার ইয়ানিক ক্যারিয়ার বলে ২০তম ওভার ৭৭ রানে আউট হন ঈশান কিষান।