এশিয়া কাপের প্রথম ম্যাচেই পাকিস্তান। পাক বোলিংয়ের সামনে দুমড়ে-মুচড়ে পড়ল ভারতের সাধের ব্যাটিং লাইনআপ। ক্যান্ডির সেই উইকেটে একা বুক চিতিয়ে লড়াই করলেন ইশান কিষাণ। ওপেনিংয়ে সুযোগ পাননি। টিমে ছিলেন। তাঁর ব্যাটেই ভরসা পেল ভারত। ৫৪ বলে হাফসেঞ্চুরি করলেন তিনি।
শাহিন শাহ আফ্রিদির ডেলিভারিতে ধস নামে ভারতের টপ অর্ডারে। বিরাট ও রোহিতকে একাই ফেরান তিনি। আর দুটি উইকেট তুলে নেন হ্যারিস রাউফ। তিনি ফেরান শুভমান গিল ও শ্রেয়স আইয়ারকে। ৩১ ওভারে ৪ উইকেট হারিয়ে ভারতের রান ১৫৬। হার্দিক পান্ডিয়ার সঙ্গে ক্রিজে ইশান।