জোহানেসবার্গে(Johannesburg) লজ্জাজনক হারের পর সিরিজের শেষ ম্যাচে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার(South Africa) বিরুদ্ধে অগ্নিপরীক্ষায় নামছে ভারত(India)। আপাতত ১-১ থাকা সিরিজের শেষ ম্যাচে জয় দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতকে প্রথম টেস্ট সিরিজ(Test Series) জয়ের স্বাদ দিতে পারে।
ভারতীয় বোলিংয়ের মূল অস্ত্র জসপ্রীত বুমরাহ( Jasprit Bumrah) কেপটাউনে নামার আগে একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছেন। সেই কেপটাউন, যেখানে বুমরাহ তিন বছর আগে তাঁর টেস্ট ক্যারিয়ার শুরু করেছিলেন। হ্যামস্ট্রিংয়ে(hamstring) চোটের কারণে ভারতীয় দল থেকে সম্ভবত বাদ পড়বেন মহম্মদ সিরাজ( Mohammad Siraj)। সিরাজের পরিবর্তে দলে আসছেন অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা(Ishant Sharma)। গত বছরের নভেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের(New Zealand) বিরুদ্ধে টেস্ট খেলার পর আবার সাদা জার্সিতে মাঠে নামতে চলেছেন ইশান্ত।
অন্যদিকে, বিরাট কোহলি(Virat Kohli) পিঠে চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। তৃতীয় টেস্টে তাঁর দলে ফেরাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই ম্যাচের ওপর নির্ভর করছে অনেককিছু। আদৌ ভারত, দক্ষিণ আফ্রিকার(South Africa) মাটিতে ইতিহাস গড়তে পারে কিনা, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন গোটা দেশবাসী।