বিরাট-গম্ভীর মুখোমুখি মানেই হাড্ডাহাড্ডি লড়াই। এবার আইপিএল সেই ছবিটা বদলে দিয়েছে। দুটি ম্যাচেই দুই ক্রিকেটারকে একই ফ্রেমে দেখা দেখা গিয়েছে। সৌজন্য বিনিময় করেছেন পরষ্পরকে। বেঙ্গালুরু ও কলকাতায় হাসিমুখে হাত মিলিয়েছেন বিরাট ও গম্ভীর। এবার গম্ভীর, তাঁর সঙ্গে বিরাটের বিবাদ নিয়ে মুখ খুললেন। জানালেন, বিরাটের থেকে শিখতেও চান তিনি।
গম্ভীরের মতে, "এটা সবই হয় TRP-এর জন্য। আমি কী ধরনের মানুষ, বিরাট কেমন, মিডিয়ার ধারণা নেই। মিডিয়া উত্তেজনা তৈরি করে। তবে ইতিবাচক উপায়েও সেটা করা যায়।"
কেকেআরের মেন্টর গম্ভীর জানিয়েছেন, "একটা বিষয় বিরাটের সঙ্গে আমি পেরে উঠব না। বিরাটের থেকে তা শিখতে চাই। সেটা বিরাটের নাচ।" বিরাটের স্ট্রাইক রেট নিয়ে কথা উঠছে। স্লো ইনিংস নিয়ে সমালোচনা চলছে। গম্ভীর তা নিয়েও মুখ খুলেছেন। তিনি বলেন, "যখন দল জেতে, তখন স্ট্রাইক রেট ১০০ হলেও কেউ কথা বলবে না। যখন টিম হারে, ১৮০ স্ট্রাইক রেট নিয়েও সমালোচনা হয়। এটাই বাস্তব।"