দলে ঢুকে আবার বাদ। গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচের আগে ফের ফিটনেস সমস্যায় ছিটকে গেলেন ভারতীয় পেসার যশপ্রীত বুমরা। নতুন বছরের শুরুতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে দলে নেওয়া হয়েছিল বুমরাকে। তার এক সপ্তাহের মধ্যেই বুমরার ফিটনেস নিয়ে নতুন রিপোর্ট দিল জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি। তাতে বুমরা এখনও ম্যাচ ফিট নন বলেই দাবি করা হয়েছে। যদিও বুমরার দল থেকে বাদ পড়া নিয়ে এখনও সরকারি ভাবে কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।
গত বছর সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন বুমরা। চোটের কারণে ছিটকে গিয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। সামনে আসছে ৫০ ওভারের বিশ্বকাপ। তার আগে বুমরাকে ফিট করতে এখন মরিয়া ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে কার নির্দেশে হঠাৎ করে ফিটনেস পরীক্ষা না করে বুমরাকে শ্রীলঙ্কা বিরুদ্ধে দলে রাখা হল ?
মুখে কুলুপ বিসিসিআইয়ের। তবে পরিস্থিতি যা তাতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও বুমরা মাঠে নামতে পারবেন কীনা, তা নিয়েও ঝুলে থাকতে প্রশ্নচিহ্ন। কারণ, শ্রীলঙ্কা চলে গেলেই বড় সিরিজ খেলতে ভারতে আসবেন প্যাট কামিন্সরা।