ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতায় শাকিব-আল হাসানের বদলি ইংলিশ ক্রিকেটার জেসন রয়। ২ কোটি ৮০ লক্ষ টাকায় ইংরেজ ওপেনারকে সই করাল কেকেআর। এর আগে গত সোমবার আইপিএল থেকে নাম তুলে নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক। তাঁর বদলে ইংরেজ ক্রিকেটারকে দলে নিতে আরও বেশি টাকা খরচ করতে হল কলকাতাকে।
গত শনিবার থেকেই শাকিবকে নিয়ে টালবাহানা চলছিল কেকেআর শিবিরে। বাংলাদেশের অধিনায়ক খেলবেন কী খেলবেন না, তা ঠিক করতে পারছিলেন না শাকিব নিজেই। অবশেষে গত সোমবার রাতে শাকিবকে সরকারি ভাবে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করে কেকেআর। তাঁর পরিবর্ত হিসাবে বোর্ডের কাছে নতুন ক্রিকেটার নেওয়ার আবেদন করা হয়।
সেই আবেদন মতোই বুধবার জেসন রয়কে সই করাল কলকাতা। তবে শাকিবের পিছনে যে টাকা শাহরুখের দল খরচ করেছিল, রয়ের ক্ষেত্রে বেশি টাকা খরচ করতে হল।