গত বছর, সেপ্টেম্বরে শেষ খেলেছিলেন। এরপর দেশের জার্সি পরে মাঠে নামতে পারেননি জসপ্রিত বুমরা। ওয়ানডে বিশ্বকাপে দেশের জার্সি পরে দেখা যাতে পারে তাঁকে। গত মার্চ মাসে অস্ত্রোপচার করাতে হয় বুমরাকে। এরপর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতেই আছেন বুমরা। মনে করা হচ্ছে, অগাস্টে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে ফিরতে পারেন তিনি।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজ খেলবে ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, বুমরা দ্রুত উন্নতি করছেন। কিছুদিনের মধ্যে ম্যাচ খেলার মতো ফিট হয়ে উঠতে পারবেন। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার সম্ভাবনা নেই বুমরার। ওয়ানডে বিশ্বকাপের আগে বুমরাকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না বোর্ডও।
আরও পড়ুন:
অগাস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে কোনও সমস্যা না হলে, এশিয়া কাপের দলেও রাখা হতে পারে তাঁকে। চোট সারিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরবেন। মাঠের অভ্যাসের সঙ্গে মানাতে সময় দেওয়া হতে পারে বুমরাকে।