১৮ মাস পরে টেস্ট ক্রিকেটে ফিরেই সিরিজ সেরা যশপ্রীত বুমরা। ২ ম্যাচে ১২ উইকেট তুলে নিয়েছেন। সেই সঙ্গে রেকর্ডও গড়লেন। প্রথম ভারতীয় হিসেবে দক্ষিণ আফ্রিকা টেস্টে সিরিজের সেরা ক্রিকেটার হলেন তিনি।
কেপটাউনে প্রথম ইনিংসে ৬ উইকেট নেন মহম্মদ সিরাজ। সেই ইনিংসে ২ উইকেট নেন বুমরা। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট তুলে নেন তিনি। প্রথম ম্যাচে সেঞ্চুরিয়ানে একটি ইনিংসে নেন ৪ উইকেট। দুটি টেস্ট মিলিয়ে ১২ উইকেট তুলে নিয়েছেন। তবে এককভাবে সিরিজ হলেন না তিনি। যুগ্মভাবে ডিন এলগারের সঙ্গে সিরিজ সেরা হলেন বুমরা। ২০১১ সালের পর এই প্রথম দক্ষিণ আফ্রিকা থেকে সিরিজ না হেরে ফিরছে টিম ইন্ডিয়া।
টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত এই দেশে কখনও সিরিজ জেতেনি ভারত। সিরাজ-বুমরাদের দাপটে এবার অন্তত ড্র করে ফিরছে তারা।