প্রয়াত বাবার প্রতি আবেগঘন পোস্ট ভারতীয় তারকা জসপ্রীত বুমরাহের। আফগানিস্তানের বিরুদ্ধে T20 ম্যাচে তিনি নেই। তাঁর পোস্ট নিয়ে নিয়ে চর্চা সোশ্যাল মিডিয়ায়। বুমরা লেখেন, তাঁর বাবার না থাকা চিরকাল অনুভূত হবে।
ইনস্টাগ্রামে বুমরা লেখেন, "আমাদের জীবনে তোমার অনুপস্থিতি চিরকাল অনুভূত হবে। বাবা হওয়ার পর বাবার আবেগ বুঝতে পারি। জীবনে সেই অভাব বোধ করি। তোমার সঙ্গে কাটানো সুন্দর সুন্দর সব মুহূর্তগুলো মনে করতে চাই। আশা করি, তুমি আমাদের সঙ্গেই থেকে যাবে।"
২৫ জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হবে। সেই টেস্ট সিরিজে দলে ফিরবেন বুমরা।