না বিরাট কোহলকে ধর্মশালা টেস্টেও পাওয়া গেল না। রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতেছে ভারত। তবুও পঞ্চম টেস্টের জন্য দলে সামান্য পরিবর্তন করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ছুটি কাটিয়ে ফের দলে ফিরছেন বুমরা। বিরাটের মতোই শেষ টেস্টেও ছিটকে গেলেন লোকেশ রাহুল।
বিসিসিআই জানিয়েছে, রাহুলের চোট এখনও পুরোপুরি সারেনি। লোকেশের চোট নিয়ে ইতিমধ্যে বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে কথা বলা হয়েছে। হায়দরাবাদে প্রথম টেস্টের পর থেকেই ছিটকে যান রাহুল।
এদিকে, বিশ্রাম নিয়ে ফের ধর্মশালায় ফিরছেন বুমরা। তার জন্য রাঁচির দল থেকে বাইরে যেতে হতে পারে বাংলার পেসার আকাশদীপ সিংকে। যদিও এই ব্যাপারে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কারণ, টিম ম্যানেজমেন্ট এই টেস্টে সিরাজকেও বিশ্রাম দিতে পারে।