যশস্বী জয়সওয়াল ও যশপ্রীত বুমরা। দুই যশে আশার আলো দেখছেন অধিনায়ক রোহিত শর্মা। ভাইজ্যাগে শুক্রবার প্রথম দিনই ১৭৯ রান করে ফেলেন যশস্বী। শনিবার পূর্ণ করেন দ্বিশতক। আর দিনের দ্বিতীয় ভাগ ছিল জসপ্রীত বুমরার। ১৫.৫ ওভার বল করে ৪৫ রান দিলেন। আর তুলে নিয়ে ইংল্যান্ড শিবিরের ৬ উইকেট। প্রথম ইনিংসে মাত্র ২৫৩ রানে গুটিয়ে গেল ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে নেমে কোনও উইকেট না হারিয়ে ২৮ রান তুলল ভারত। দিনের শেষে ১৭১ রানের লিড নিল রোহিত ব্রিগেড।
কার কার উইকেট পেলেন বুমরা
অলি পোপকে বিষাক্ত ইয়র্কারে বোল্ড করেন বুমরা। ফেরালেন জো রুট, জনি বেয়ারস্টো ও অধিনায়ক বেন স্টোকসকেও। শেশ দিকে তুলে নেন টম হার্টলে ও জেমস অ্যান্ডারসনের উইকেটের। বুমরার আগুনে বোলিংয়ের সামনে কার্যত দিশেহারা ইংল্যান্ড।
অলি পোপের বোল্ড
এদিন বুমরার যে ডেলিভারিতে ফিরেছেন ইংল্যান্ড ব্যাটসম্যান অলি পোপ, তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। প্রথম টেস্টে অলি পোপের ইনিংসেই ২৮ রানে জেতে ইংল্যান্ড। সেই অলি পোপের উইকেট ইয়র্কারে ভেঙে দিলেন বুমরা। বুমরার সেই ডেলিভারি ভাইরাল হতে সময় লাগেনি।