নেভিল কার্ডাস হলে এই ম্যাচ রিপোর্টে লিখতে পারতেন স্কোরবুক গাধা। নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে তাঁর কথাই যেন একবার প্রমাণ করলেন জসপ্রীত বুমরা। প্রমাণ করলেন আধুনিক ভারতীয় ক্রিকেটের তিনিই মসিহা। ৪ ওভার, ১৪ রান, ৩ উইকেট। তাঁর এই স্পেলেই প্যাক আপ হয়ে গেল পাকিস্তান। প্রথমে বাবর, তারপর ডেঞ্জার ম্যান রিজওয়ান, আর শেষে ইফতিকারকে আউট করে পাকিস্তানকে কার্যত টুর্নামেন্টে আরও কোণঠাসা করে দিলেন বুমরা। ম্যাচের সেরা তিনি। বুমরা জিনিয়াস, পাকিস্তান জয় করে ম্যাচ শেষে জানালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
১৯তম ওভারে বুমরা হাতে বল নিতেই পাক ডাগআউটে যে মানুষটির মুখে সবচেয়ে বেশি উদ্বেগ ধরা পড়েছিল, তিনি ছিলেন পাকিস্তানের কোচ গ্যারি কার্স্টেন। কারণ, এই ভদ্রলোক জানেন স্লগ ওভারে বুমরা নামে ভারতীয় অস্ত্র কতটা ভয়ঙ্কর। আর সেই রূপই ২২ গজে দেখতে হল পাক ব্যাটারদের।
নাসাউয়ের এই পিচে তেমন কোনও জুজু ছিল না। দরকার ছিল পরিকল্পনা মাফিক বল করার। আর সেটাই করেছেন তিনি এবং বাকি ভারতীয় বোলাররা। দাবি ম্যাচের সেরা বুমরার। প্রথমে একের পর এক ক্যাচ ফেললেও পরবর্তী সময় ভারতীয় বোলারদের সাপোর্ট দিলেন ঋষভ পন্থরা। যার জেরেই বুমরার পাশাপাশি নাসাউয়ের এই পিচে সফল হার্দিক পান্ডিয়া, মহম্মদ সিরাজ, আর্শ্বদীপ সিংরা।