জল্পনার অবসান। এজবাস্টন টেস্টে(EdbustonTest) ভারতের নেতা জসপ্রীত বুমরা(Jaspreet Bumrah)। বৃহস্পতিবার টুইট করে সরকারিভাবে একথা জানিয়ে দিল বিসিসিআই(BCCI)। একইসঙ্গে জানানো হয়েছে, রোহিত শর্মার(Rohit Sharma) দ্বিতীয় কোভিড রিপোর্ট পজিটিভ হওয়ায় পঞ্চম টেস্ট খেলবেন না তিনি। ফলে ৩৫ বছর পর ভারতকে নেতৃত্ব দেবেন কোনও ফাস্ট বোলার। ১৯৮৭ সালের নভেম্বর মাসে এই ইংল্যান্ডের বিরুদ্ধেই শেষবার ভারতের নেতা ছিলেন কপিল দেব(Kapil Dev)। তার ৩৫ বছর পর শুক্রবার এজবাস্টনে টিম ইন্ডিয়ার নেতা জসপ্রীত বুমরা। সিরিজের শেষ টেস্টে ভাইস ক্যাপ্টেন ঋষভ পন্থ(Rishabh Pant)।
গতবছর, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতকে ২-১ এ এগিয়ে দেন ক্যাপ্টেন কোহলি। সেই সিরিজে বোলার বুমরা ছিলেন ভয়ঙ্কর। বিশেষ করে লর্ডসে(Lords Test 2021), জো রুটদের(Joe Root) একাই মুড়িয়ে দেন তিনি। শুক্রবার সেই বুমরাই শুরু করবেন দেশের ৩৬তম অধিনায়ক হয়ে। প্রথম শ্রেনীর ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার কোনও অভিজ্ঞতা নেই বুমরার(Jaspreet Bumrah)। ফলে অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক মঞ্চে বুমরার পারফরম্যান্সের দিকে তাকিয়ে ক্রিকেট পন্ডিতরা।
আরও পড়ুন- Rahul Dravid On Virat Kohli : এজবাস্টন টেস্টে বিরাট-ই বাজি কোচ রাহুল দ্রাবিড়ের
বেন স্টোকসদের(Ben Stokes) বিরুদ্ধে ভারতের পাঁচ বোলার নিশ্চিত। কিন্তু ওপেনার হিসেবে শুভমান গিলের(Shubhman Gill) সঙ্গী কে, তা নিয়ে খানিকটা ধোঁয়াশা রয়েছে। যদিও মনে করা হচ্ছে রোহিত ছিটকে যাওয়ায়, গিলের সঙ্গে শুক্রবার ওপেন করতে পারেন মায়াঙ্ক আগরওয়াল(Mayank Agarwal)। যাঁকে কোভিড-সাব হিসেবে ইতিমধ্যেই ইংল্যান্ড উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। সব মিলিয়ে, কথাবার্তা শেষ, এখন মাঠে বল গড়ানোর অপেক্ষা। তার আগেই অবশ্য জমে গিয়েছে এজবাস্টন টেস্ট। মূলত ভারত অধিনায়ক রোহিত শর্মার খেলা না খেলার প্রসঙ্গকে যেভাবে গত ২৪ ঘন্টা ভাসিয়ে রাখা হয়েছিল, তাতে ক্রিকেট-পন্ডিতদের অনুমান, এটা ছিল ইংল্যান্ডের উপর মানসিক চাপ তৈরির কৌশল। কারণ, এই সিরিজে (IND vs ENG test) এখনও পর্যন্ত ভারতের সর্বোচ্চ রান-সংগ্রহকারীর নাম রোহিত শর্মাই।