এশিয়া কাপে চোট পেয়ে বাদ পড়েছেন জসপ্রীত বুমরা। অস্ট্রেলিয়ায় T20 বিশ্বকাপেও বাদ পড়তে পারেন তিনি।
বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, পুরনো চোট ফিরে এসেছে জসপ্রীত বুমরার। ২০১৯ সালে পিঠে চোট পেয়ে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাদ পড়েছিলেন তিনি। এবারও সেই চোট ভোগাচ্ছে বুমরাকে। তাই আগামী অক্টোবরে T20 বিশ্বকাপে মেন ইন ব্লুর হয়ে মাঠে নামতে পারবেন কিনা, তা অনিশ্চিত।
আরও পড়ুন: একের পর এক চমক ইস্টবেঙ্গলে, ১৩ জনের পর এবার আরও ৩ ভারতীয় ফুটবলারকে সই করাল লাল-হলুদ
আর মাত্র ২ মাস বাকি T20 বিশ্বকাপের। তাই বুমরার চোট নিয়ে চিন্তায় ভারতীয় ক্রিকেট বোর্ড। বুমরাকে বাইরে রেখেই বিশ্বকাপের দলগঠনের কথা ভাবছে বিসিসিআই। কারণ, যে কোনও মুহূর্তে চোট ফিরে আসতে পারে বুমরার। বর্তমানে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির রিহ্যাবে আছেন বুমরা।