শুধু মাত্র দেশ নয়, বিশ্বের কাছে ' গতির রাজা' যশপ্রীত বুমরা। তাঁর বোলিংয়ের ধারের কাছে সহজেই হার মেনে যায় প্রতিপক্ষ। বর্তমান ক্রিকেটের বিশ্বসেরা পেসারদের মধ্যে একজন টিম ইন্ডিয়ার পেস তারকা যশপ্রীত বুমরা। অথচ তিনি নাকি খুব বেশি নিয়মিত প্রশিক্ষণ পাননি। বোলিং শিখেছিলেন টেলিভিশন দেখে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ছোটবেলার কথা বলতে গিয়ে বুমরা জানিয়েছেন, তিনি খুব বেশি নিয়মিত প্রশিক্ষণ পাননি। কারণ তাঁর মা চাননি, বুমরা দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত ক্রিকেট খেলুক। কারণ তিনি ভেবেছিলেন, ক্রিকেট খেললে পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন না বুমরা। সেই সময় তাঁকে টেলিভিশন দেখে বোলিং শিখতে হয়েছিল।
একইসঙ্গে বুমরা জানান, ছোটবেলায় যখনই কোনও বোলারকে উইকেট নিতে দেখতেন, তখন বুমরা তাঁকে অনুকরণ করার চেষ্টা করতেন। কারণ তখন তাঁর নিজস্ব কোনও বিশেষ বোলিং অ্যাকশন বাঁ স্টাইল ছিল না। এভাবে ধীরে ধীরে বিভিন্ন অ্যাকশন কপি করে তিনি নিজের স্টাইল তৈরি করেছিলেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের চ্যম্পিয়ন হওয়ার পিছনে বুমরার ভূমিকা অনস্বীকার্য। তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি। সামনে রয়েছে ভারত-বাংলাদেশ সিরিজ। তবে, এই সিরিজে হয়ত বিশ্রাম দেওয়া হতে পারে বুমরাকে। যাতে টানা ক্রিকেটের ধকলে তাঁর কোনও সমস্যা না হয়।