ঘরের মাঠে প্রথমবার ওয়ানডে খেলতে নামবেন ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। প্রতিপক্ষ পাকিস্তান (Pakistan)। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ মা। আর সেই কারণেই হাইভল্টেজ ম্যাচের আগে মায়ের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিলেন জশপ্রীত।
বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন তারকা পেসার বুমরাহ। তবে, টানা খেলার জন্য কিছুদিন ধরেই মায়ের থেকে দূরে রয়েছেন তিনি। অবশেষে, ভারত-প্যাক ম্যাচের কারণে আহমেদাবাদে ফিরছেন তিনি। সেই কারণেই ম্যাচের ফাঁকে একবার মায়ের সঙ্গেও সাক্ষাৎ সারবেন তিনি।
আরও পড়ুন - সেঞ্চুরি কুইন্টন ডি ককের, অস্ট্রেলিয়াকে ৩১২ রানের টার্গেট দক্ষিণ আফ্রিকার
আহমেদাবাদ পৌঁছনোর আগে বুমরাহ বলেন, 'মায়ের সঙ্গে দেখা করাটাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মায়ের সঙ্গে দেখা করে তার পরে পাকিস্তান ম্যাচ নিয়ে ভাববেন।' মাত্র পাঁচ বছর বয়সে বাবাকে হারিয়েছেন বুমরাহ। ছোট থেকেই মায়ের কাছে মানুষ তিনি।