আইসিসির পরবর্তী চেয়ারম্যান হিসেবে বারবার তাঁর নাম উঠে আসছে। কিন্তু তিনি কি আইসিসি-র পদের জন্য তৈরি, তা এখনও স্পষ্ট নয়। বিসিসিআইয়ের সচিব জয় শাহকে নিয়ে রীতিমতো চর্চা ক্রিকেটের প্রশাসনিক মহলে। বিশ্বের অন্যতম ক্ষমতাশালী বোর্ডের সচিব তিনি। এর আগে বিসিসিআই থেকে আইসিসি চেয়ারম্যান পদে যাওয়ার উদাহরণও আছে ভুরি ভুরি। তাই জয় শাহকে নিয়ে এই জল্পনা শুরু হয়েছে।
আর মাত্র ৭২ ঘণ্টা বাকি। ২৭ অগাস্ট আইসিসি চেয়ারম্যান পদে নমিনেশন দেওয়ার শেষ দিন। ১ ডিসেম্বর নতুন চেয়ারম্যান আইসিসি-র দায়িত্ব নেবেন। নমিনেশন কি জমা দেবেন জয় শাহ! তা এখনও স্পষ্ট নয়। এর আগে শশাঙ্ক মনোহর, শরদ পাওয়ার, এন শ্রীনিবাসন, জগমোহন ডালমিয়া আইসিসির চেয়ারম্যান হয়েছিল। জয় শাহ যদি আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থার চেয়ারে বসেন, তিনি হবেন পঞ্চম ভারতীয়।
তবে আইসিসি চেয়ারম্যান পদে যদি জয় শাহ যান, তা হলে বোর্ডের সচিব কে হবেন! তা নিয়ে দানা বেঁধেছে প্রশ্ন। জয় শাহের পরিবর্তে যাদের নাম উঠে আসছে, তাঁদের মধ্যে এক নম্বের রাজীব শুক্লা। তিনি রাজ্য সভার কংগ্রেস সাংসদ। বোর্ডের সহ-সভাপতি তিনি। তাঁকে সচিব করা হতে পারে।
এছাড়াও তালিকায় আছে আশিস সেলার, অরুণ ধুমালের মতো নাম। আশিস সেলার বোর্ডের কোষাধ্যক্ষ। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের বড় নাম। এদিকে আইপিএলের চেয়ারম্যান অরুন ধুমালের নামও আছে পরবর্তী বোর্ড সচিবের তালিকায়। নতুন দের মধ্যে রোহন জেটলি বা প্রাক্তন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়ার নামও আলোচনায় উঠে আসছে।