চোট সারিয়ে ভারতীয় মহিলা দলে প্রত্যাবর্তন ঝুলন গোস্বামীর। ইংল্যান্ড সিরিজের দলে নাম রয়েছে তাঁর। ২২ মার্চে মহিলাদের বিশ্বকাপে শেষবার খেলেছিলেন ঝুলন। সেমিফাইনালে খেলতে পারেননি। এরপর জুন মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজেও খেলেননি। আবার ইংল্যান্ডের বিরুদ্ধে দেখা যেতে চলেছে তাঁকে।
প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ অবসর নেওয়ার পরেই চোটে ছিটকে যান ঝুলন। গুঞ্জন ওঠে, মিতালির পথেই হাঁটতে চলেছেন বাংলার এই জোরে বোলার। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ জয়ের পর ভারতের মহিলা ক্রিকেটার মেঘনা সিংহ বলেন, ঝুলনের অভাব অনুভব করছে না দল। তাতে সন্দেহ আরও বাড়ে। ঝুলন নিজের মুখে অবসরের কথা কখনও বলেননি। এখনই যে অবসর নেওয়ার ইচ্ছে নেই, সেটা তাঁর প্রত্যাবর্তনেই স্পষ্ট হল।
আরও পড়ুন- FIFA banned India: ফিফার কাছে এএফসি কাপে মোহনবাগানকে খেলতে দেওয়ার আর্জি জানাল কেন্দ্র
উল্লেখ্য, ইংল্যান্ডের মাটিতে দু’টি ফরম্যাটেই দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর। দলে ফিরেছেন জেমাইমা রদ্রিগেজ এবং রিচা ঘোষ। এছাড়া, প্রথমবারের জন্য জাতীয় দলে ডাক পেয়েছেন কিরণ নবগিরে।