বিশ্বকাপে বিশ্বরেকর্ড (World Record) গড়লেন বাংলার পেসার ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। ওয়ানডে ক্রিকেটে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ২৫০ উইকেট নিলেন তিনি। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে বুধবার বিশ্বকাপে (Women World Cup 2022) খেলতে নামে ভারত। টিম হারলেও নতুন রেকর্ড গড়লেন ঝুলন।
ঝুলন গোস্বামী যে অপ্রতিরোধ্য, সেটাই যেন প্রমাণ করে দিলেন এদিন। ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী অস্ট্রেলিয়ার ক্যাথরিন ফিৎজপ্যাট্রিক ও ওয়েস্ট ইন্ডিজের আনিসা মহম্মদ। যাদের সংগ্রহে আছে মাত্র ১৮০টি করে উইকেট। ২০০৭ সালেই অবসর নিয়ে ফেলেছেন ক্যাথরিন। আনিসা এখনও ওয়েস্ট ইন্ডিজ টিমে খেলেন।
আরও পড়ুন: বিশ্বকাপে কঠিন প্রতিপক্ষ ইংল্যান্ডের মুখোমুখি মিতালিরা, জয়ই লক্ষ্য টিম ইন্ডিয়ার
এই বিশ্বকাপে কয়েকদিন আগে আরও একটি রেকর্ড গড়েন ঝুলন। মেয়েদের বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে তিনি ৪০টি উইকেট তুলে নেন।