শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন জো রুট। তাঁর ব্যাটিংয়ে লর্ডস টেস্টে ক্রমশ কোনঠাসা শ্রীলঙ্কা। টেস্ট ক্রিকেটে ৩৪টি সেঞ্চুরিও করে ফেললেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। যে ফর্মে আছেন, তাতে অনেকেরই ধারণা, সচিনের রেকর্ড ছাপিয়ে যাবেন রুট। তিনি নিজে কী ভাবছেন, জানালেন রুট।
লর্ডসে প্রথম ইনিংসে ৪২৭ রান করে ইংল্যান্ড। তার মধ্যে ১৪৩ রান ছিল জো রুটের। সেঞ্চুরি করে অ্যালিস্টার কুকের রেকর্ড ভেঙে দেন তিনি। দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাটে এল ফের শতরান। ১০৩ রান করেন তিনি। এই ইনিংসের পর ইংল্যান্ডের হয়ে সর্বাধিক টেস্ট সেঞ্চুরির মালিক হলেন জো রুট।
সচিন তেন্ডুলকরের টেস্ট সেঞ্চুরি ৫১টি। রুট ৩৪তম সেঞ্চুরি করলেন। এখনও সচিনকে ছুঁতে তাঁর ১৬টি টেস্ট সেঞ্চুরি করতে হবে। সচিনের টেস্ট ক্রিকেটে রান ১৫,৯২১। রুট রয়েছেন ১২,১৩১ রানে। রুট নিজে জানালেন, "আমি শুধু নিজের খেলাটা খেলে যেতে চাই। যাতে দলের সাফল্যে অবদান রাখতে পারি। কিন্তু সেঞ্চুরির থেকে ভাল অনুভূতি কিছুতেই হয় নায এটা করতেই চাই। ইংল্যান্ডের হয়ে খেলা আমার জীবনের অন্যতম বড় অংশ।" মাত্র ৩৩ বছর বয়স রুটের। তাই অনেতেই মনে করছেন, অচিরেই সচিনের রেকর্ড ভেঙে দিতে পারেন জো রুট।