সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ২০০৭ T20 বিশ্বকাপের নায়ক যোগীন্দর শর্মা।
শুক্রবার বোর্ড সচিব জয় শাহকে একটি চিঠি পাঠান যোগীন্দর শর্মা। সেই চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। ২০০৭ সালে প্রথম T20 বিশ্বকাপে শেষ ওভার যোগীন্দর শর্মাকে বল করতে পাঠান মহেন্দ্র সিং ধোনি। শেষ বলে মিসবা উল হক-কে আউট করে দেন তিনি। এরপরই প্রথম T20 বিশ্বকাপ জেতে টিম ইন্ডিয়া। শুরু হয় ভারতীয় ক্রিকেটে নতুন যুগ। কিন্তু সেই বিশ্বকাপের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাননি যোগীন্দর শর্মা।
দেশের হয়ে ৪টি ওয়ানডে ও ৪টি T20 খেলেছেন তিনি।