ভারতের মাটিতে দিশাহীন অস্ট্রেলিয়া। মাঠ ও মাঠের বাইরে একই ছবি। ইনদৌর টেস্টের আগে দেশে ফিরেছেন অধিনায়ক। পরের দুটি টেস্টে ডেভিড ওয়ার্নারের খেলা অনিশ্চিত। এরউপর এবার টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেলেন পেসার জস হ্যাজেলউড। সবমিলিয়ে কার্যত মিনি হাসপাতাল অস্ট্রেলিয়া শিবির। এই পরিস্থিতিতে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া দলে ফিরতে পারেন ক্যামেরন গ্রিন এবং মিচেল স্ট্রার্ক।
গত দক্ষিণ আফ্রিকা সিরিজে চোট পেয়েছিলেন হ্যাজেলউড। তাই নিয়ে ভারতে এসেছিলেন। প্রথমে ভাবা হয়েছিল অধিনায়ক কামিন্সের সঙ্গে অজি আক্রমণের হাল ধরবেন তিনি। কিন্তু নাগপুরে প্রথম টেস্টের আগেই ছিটকে যান হ্যাজেলউড। খেলতে পারেননি দিল্লিতে। এবার গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন। এদিন দেশে ফেরার হিড়িক অজি শিবিরে। ফিরে গিয়েছেন ডেভিড ওয়ার্নার। তাঁর সঙ্গেই দেশে ফিরেছেন ম্যাট রানশঁ এবং অ্যাটন আগর।
পয়লা মার্চ থেকে ইনদৌরের হোলকার স্টেডিয়ামে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। মধ্যপ্রদেশের এই মাঠের পিচ নিয়ে এখনও কোনও খবর নেই। সেই মাঠেই অস্ট্রেলিয়ার বাজি হতে পারেন মিচেল স্টার্ক এবং ক্যামরন গ্রিন। তবে এখনও নিশ্চিত নয়, তাঁরা এই ম্যাচে খেলবেন কীনা।