তাঁর নেতৃত্বে ভারতের প্রথম বিশ্বকাপ জয়। সেই কপিল দেবের কাছে, এই বিশ্বকাপে সেরা রোহিত শর্মার ভারত। ১২ বছরের ব্যবধানে ক্রিকেটের বিশ্বকাপ এবার ঘরেই থাকবে বলে আগাম দাবি ভারতের প্রাক্তন অধিনায়কের। কপিল জানিয়েছেন, কোনও সন্দেহ নেই এবার ঘরের মাঠে ফেভারিট হয়েই শুরু করবে টিম ইন্ডিয়া। কারণ, তিনি মনে করেন এবারের বিশ্বকাপ হবে বিরাট কোহলির।
বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে কপিলের দাবি, মহেন্দ্র সিং ধোনির পর রোহিত শর্মার নেতৃত্বে দেশের মাটিতে বিশ্বকাপ জিতবে টিম ইন্ডিয়া। প্রাক্তন অধিনায়ক মনে করেন, লিগের ম্যাচে যাদের বিরুদ্ধে ভারত খেলবে, তাদের মধ্যে কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এই দুটি ম্যাচ বার করতে পারলেই ভারতকে রোখা অসম্ভব।
আরও পড়ুন : সিরিজ জিতেও পয়েন্ট ভাগ, বিরাটদের কাছে কী দাবি রোহিতের ?
৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে এবারের ক্রিকেট বিশ্বকাপ। ফাইনাল ১৯ নভেম্বর। প্রথম ম্যাচেই ভারত খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। চেন্নাইয়ে ম্যাচ হবে ৮ অক্টোবর।