আর ৩ মাস বাকি। ভারতে বসছে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের আসর। ঋষভ পন্থ, কে এল রাহুল, জসপ্রীত বুমরাহর মতো ক্রিকেটাররা এখনও চোট সারিয়ে মাঠে ফিরতে পারেননি। তবে বিশ্বকাপের আগে আরও এক অলরাউন্ডারকে নিয়ে চিন্তিত প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। হার্দিক পান্ডিয়ার সরাসরি প্রশংসা করলেন কপিল।
এবিপি নিউজের একটি সাক্ষাৎকারে কপিল দেব জানান, চোট প্রত্যেক খেলোয়াড়ের জীবনের অঙ্গ। তিনি সব সময় হার্দিক পান্ডিয়াকে নিয়ে ভয় পেতেন। খুব তাড়াতাড়ি চোট পান হার্দিক। এবার বিশ্বকাপে সবাই যদি সুস্থ থাকে, ভারত ভাল টিম। মনে করছেন কপিল।
লোয়ার ব্যাক ইনজুরি কাটিয়ে গতবছরই আইপিএলে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। গুজরাত টাইটান্সকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। এবারও আইপিএল ফাইনালে পৌঁছয় তাঁর দল। বিশ্বকাপে হার্দিকের পারফরম্যান্সের দিকে নজর থাকবে সবার।