বিশ্বকাপের ম্যাচের (World Cup 2023) আগে ধর্মশালা স্টেডিয়ামে (Dharmashala Stadium) খালিস্তানি তৎপরতা। বুধবার রাতে ওই পাহাড়ি শহরের জলশক্তি ভবনের দেওয়ালে স্বাধীন ও সার্বভৌম খলিস্তানের দাবিতে স্লোগান লেখা হয়। জমায়েত থেকে খলিস্তানপন্থী স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ। আঁকা হয় খলিস্তানের পতাকা।
পুলিশ সূত্রে খবর, খলিস্তানপন্থী কিছু লোক দ্রুত জড়ো হয়ে স্লোগান দেয়। সম্প্রতি কানাডা-ব্রিটেনে খলিস্থানিপন্থীদের তৎপরতার পরে এবার ভারতের মাটিতেও নিজেদের উপস্থিতি জানাল তারা। নিরাপত্তা ব্যবস্থা মজবুত করা হয়েছে।
আরও পড়ুন: রণবীর কাপুরকে তলব ইডির, মহাদেব বেটিং অ্যাপ মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে অভিনেতাকে
শনিবার, ধরমশালায় বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচ রয়েছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার জেরে এলাকায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।