পুঁজি অনেকটাই কম ছিল। তাই বেশ বুঝেসুঝেই সিদ্ধান্ত কেকেআরের (KKR)। শুক্রবার আইপিএলের মিনি নিলামে চেন্নাই সুপার কিংসের নারায়ণ জগদীশনকে ৯০ লক্ষ টাকা দিয়ে দলে নেয় কলকাতা। ৬০ লক্ষ টাকায় দলে নিয়েছে বৈভব অরোরাকে। এখনও ৯ জন ক্রিকেটার কিনতে পারবে কেকেআর।
এবার নিলামে কেকেআরের হাতে ছিল মাত্র ৭.০৫ কোটি টাকা। এই সামান্য অর্থেই দলে ভারসাম্য আনা কঠিন। মিনি নিলামে বুদ্ধিমত্তার সঙ্গে অর্থ ব্যয় করতে হবে । একদিকে যেমন কম টাকাতে ভালো ভারতীয় প্লেয়ার তুলতে হবে তেমনই বিদেশি কোটার ক্রিকেটারও নিতে হবে। ৯ জন ক্রিকেটারের মধ্যে আরও ৩ জন বিদেশি কোটার ক্রিকেটার দলে নিতে পারে কেকেআর। কিন্তু নিলামে দুই ভারতীয় ক্রিকেটারকেই দলে নিল কেকেআর।
আরও পড়ুন: বাবা ট্যাক্সি চালাতেন, নিলামে বাংলার সবচেয়ে দামি ক্রিকেটার মুকেশ, ভাঙলেন সৌরভের রেকর্ডও
নারায়ণ জগদীশন তামিলনাড়ু প্রিমিয়ার লিগে বেশ জনপ্রিয় মুখ। প্রথম শ্রেণির ক্রিকেটেও বেশ পরিচিত। তাঁকে দলে পেয়ে কাজে লাগাতে পারবে কেকেআর।