মাঠে কথা কাটাকাটির জের। জরিমানা করা হল নাইট অধিনায়ক নীতীশ রানাকে। বিসিসিআই সূত্রে খবর, কেকেআর অধিনায়কের ম্যাচ ফি-র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। একই দোষে জরিমানা করা হয়েছে মুম্বইয়ের ক্রিকেটার ঋত্বিক সৌকিনকেও। তাঁর ম্যাচ ফি-র ১০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। রবিবার ওয়াংখেড়েতে মুম্বই বনাম কলকাতা ম্যাচে মাঠের মধ্যেই দুই ক্রিকেটারের কথা কাটাকাটি হয়েছিল।
রবিবার ম্যাচের নয় ওভারে সৌকিনের বলেই আউট হয়েছিলেন রানা। আউট হওয়ার পরেই কেকেআর অধিনায়ককে মাঠের মধ্যেই কিছু বলতে দেখা যায় ঋত্বিককে। পাল্টা উত্তর দেন নীতীশও। দু জনকে থামাতে এগিয়ে এসেছিলেন মুম্বইয়ের দুই সিনিয়র ক্রিকেটার সূর্য যাদব এবং পীযূষ চাওলা। কী হয়েছিল মাঠের ঘটনা, তা অবশ্য পরিষ্কার ভাবে জানা যায়নি। তবে দেখা যায় মাথা গরম করেই মাঠ ছাড়েন নীতীশ।
ম্যাচ শেষে ম্যাচ রেফারি জানিয়েছেন, আইপিএলের নিয়ম ভেঙেছেন দুই ক্রিকেটার। তার জেরেই দু জনকে জরিমানা করা হয়েছে।