Shryas Iyer on KKR CEO: দল নির্বাচনেও মাথা গলান সিইও বেঙ্কি মাইশর, দাবি কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারের

Updated : May 10, 2022 19:39
|
Editorji News Desk

এতদিন অনেক কিছুই অনুমান করা হত। কলকাতা নাইট রাইডার্সের (KKR) অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) মন্তব্যের পর সেই জল্পনা সত্যি হয়ে গেল। কেকেআর টিমের অন্দরে শেষ কথা দলের সিইও বেঙ্কি মাইশর (Venki Mysor)। দল নির্বাচনেও উপস্থিত থাকেন তিনি। তাঁরই অঙ্গুলিহেলনেই তৈরি হয় প্রথম একাদশ। সোমবার মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) হারানোর পর বিস্ফোরক অভিযোগ তোলেন অধিনায়ক শ্রেয়স।

সোমবার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে ৫২ রানে হারায় কলকাতা নাইট রাইডার্স। এবার আইপিএলে প্রত্যেক ম্যাচেই টিমে অনেক পরিবর্তন করেছে কেকেআর। এখনও পর্যন্ত ১২টি ম্যাচে ৫টি আলাদা ওপেনিং কম্বিনেশন দেখা গিয়েছে দলে। গত ১৮ এপ্রিলের পর থেকে কেকেআর টিমের রিজার্ভ বেঞ্চে বসেছিলেন প্যাট কামিন্স। মুম্বই ম্যাচে দীর্ঘদিন পর মাঠে নামলেন তিনি। বারবার দল বদলানো নিয়ে প্রশ্নের সম্মুখীন হন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। সোমবার ম্যাচের পর তিনি জানান, "এটা খুবই কঠিন। আইপিএলে প্রথমদিকে আমাকেও এই পরিস্থিতিতে পড়তে হয়েছিল। দল নির্বাচনের সময় সিইও উপস্থিত থাকেন। ক্রিকেটারদের বাদ যাওয়ার খবর জানান ব্রেন্ডম ম্যাকালাম। সবাই সেই সিদ্ধান্ত খুশি মনেই মানে। সবাই মাঠে নেমেই লড়াইয়ের জন্য প্রস্তুত থাকে। কলকাতার অধিনায়ক হিসেবে আমি গর্বিত।"

আরও পড়ুন: রোহিতের আউট ঘিরে বিতর্ক, কামিন্স-রাসেলের দাপটে ৫২ রানে মুম্বই জয় কলকাতার

নাইট অধিনায়কের এই মন্তব্য নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। ক্রিকেটের সঙ্গে যুক্ত না থেকে কীভাবে দল নির্বাচনে অংশ নিতে পারেন টিমের সিইও! তা নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে। তবে কলকাতা নাইট রাইডার্স প্রত্যাশা মতো এবার একেবারেই খেলতে পারেনি। হতাশ হয়েছেন সমর্থকরা। শ্রেয়স আইয়ারের মন্তব্যের পর মনে করা হচ্ছে, এর নেপথ্য কারণ সিইও বেঙ্কি মাইশরের নাক গলানো! টুর্নামেন্টের শেষে এসেও টিমের সেরা একাদশ তৈরি হয়নি। ঠিকঠাক পারফর্ম করতে পারেননি কোনও ক্রিকেটারই।

Shreyas IyerKolkata Knight RidersVenky MysoreKKR TEAMIPL 2022KKR

Recommended For You

editorji | খেলা

Indian Cricket: পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে নিরপেক্ষ ভেনুতে খেলবে ভারত, ঘোষণা আইসিসির

editorji | খেলা

Ravichandran Ashwin : অবসর নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের কান্না, গম্ভীরের কী ভূমিকা ছিল জানেন?

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ