ইডেনে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কেকেআরের (KKR)। হাইভোল্টেজ ম্যাচে প্রথমে ব্যাট করতে নামবে সিএসকে (CSK)। ধোনিকে নিয়ে এই ম্যাচে আগেই একটা উন্মাদনা তৈরি হয়েছে। এই ম্যাচে প্রথম একাদশে দুটি পরিবর্তন করেছেন কেকেআর অধিনায়ক নীতিশ রানা।
লিটন দাসের পরিবর্তে টিমে এসেছেন ডেভিড উইস। মনদীপ সিংয়ের পরিবর্তে টিমে এসেছেন জগদীশন। টিমে নেই শার্দুল ঠাকুর। চেন্নাই টিমে কোনও পরিবর্তন নেই। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে যে টিম ছিল, তা নিয়েই নেমেছে ধোনি-ব্রিগেড।
আরও পড়ুন: রবিবাসরীয় সন্ধ্যায় ইডেনের রং হলুদ, মাহি মাঠে নামতেই গর্জে উঠল গ্যালারি
গত ম্যাচে টিমে ৪টি পরিবর্তন করেও জয় পায়নি কেকেআর। এই ম্যাচে কী হয়, তার অপেক্ষায় কেকেআর টিম ম্যানেজমেন্ট।