দিল্লির মাঠে নামার আগেই পয়েন্ট তালিকায় ধাক্কা কলকাতা নাইট রাইডার্সের। পঞ্জাব কিংসকে ২৪ রানে হারিয়েছে আরসিবি। তার ফলেই তালিকায় পতন কেকেআরের।
মোহালিতে বিরাটের নেতত্বে জিতে ৬ ম্যাচে ৬ পয়েন্ট তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচ জয়ের পর ৮ নম্বর থেকে ৫ নম্বরে উঠে এসেছেন বিরাটরা। এদিকে ৮ নম্বরে নেমে গিয়েছে কেকেআর। বৃষ্টিতে টস পিছিয়ে গিয়েছে। কেকেআরের পয়েন্ট এই মুহূর্তে ৫টি ম্যাচ খেলে ৪।
আরও পড়ুন: ৩৮ রান করে ত্রাতা রাসেল, কোটলায় দিল্লিকে ১২৮ রানের টার্গেট কেকেআরের
বৃহস্পতিবার অরুণ জেটলি স্টেডিয়ামে বৃষ্টিতে টস পিছিয়ে গিয়েছে। খেলা আদৌ হবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।