এক বছরেই শেষ হয়ে যেতে পারে কলকাতার মেন্টর গৌতম গম্ভীরের দ্বিতীয় ইনিংস। আগামী মরশুমে কি থাকবেন গম্ভীর। ভারতীয় দলের কোচ হিসেবে তাঁর নাম উঠে আসছে। যদি বোর্ড সচিব জয় শাহ তাঁকে ইন্ডিয়ান টিমের কোচ হিসেবে তাঁর নাম ঘোষণা করেন, তা হলে কলকাতার দায়িত্ব কি ছেড়ে দেবেন? KKR-এর কর্ণধার শাহরুখ খানের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন গম্ভীর।
T20 বিশ্বকাপের পর ভারতীয় দলের কোচের পদ ছেড়ে দেবেন রাহুল দ্রাবিড়। তা এক প্রকার নিশ্চিত। এদিকে বোর্ডের কাছে নাকি গম্ভীরকে কোচ করার আবেদন করেছেন খোদ বিরাট কোহলি। গম্ভীরের কোনও আপত্তিও নেই। কিন্তু কেকেআরের সঙ্গে সদ্য চুক্তি করেছেন। তাই বলিউড বাদশার অনুমতি পেলে তবেই বোর্ড কর্তাদের সঙ্গে কথা এগোবেন গম্ভীর। যদিও এই নিয়ে মুখ খোলেনি বিসিসিআই বা গম্ভীর। কেকেআর সূত্রে খবর, দেশের স্বার্থে গম্ভীরকে ছাড়তে নারাজ হবেন না শাহরুখ খান।
আইপিএলে গত দুই বছর লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। দুবারই প্লে-অফে ওঠে লখনউ। এবার কলকাতার মেন্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন গম্ভীর। এবারই কলকাতাকে ফাইনালে উঠেছে। ১০ বছর পর ফাইনালে খেলতে নামবে কেকেআর। আরও একবার ট্রফি জয়ের সামনে কলকাতা।