আইপিএলের নিলামে মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। অস্ট্রেলিয়ান পেসারকে এত টাকা খরচ করে কেন দলে নেওয়া হয়েছে। কলকাতায় এসে গম্ভীর জানালেন, সেই কারণ।
৯ বছর পর আইপিএলে ফিরছেন মিচেল স্টার্ক। ২০১৮ সালে শেষবার তাঁকে ৯ কোটি ৪০ লক্ষ টাকায় কেনে কেকেআর। সেবার খেলেননি স্টার্ক। ২০১৫ সালে শেষবার আইপিএলে খেলেছিলেন তিনি। গম্ভীর জানান, "মনে হয় না স্টার্কের উপর টাকার চাপ থাকবে। আশা করি, অস্ট্রেলিয়ার হয়ে যেভাবে খেলে, কলকাতার হয়েও সেটা করবে।"
আরও পড়ুন: মুম্বইয়ে হার্দিক ও বুমরাকে বাঁচিয়েছিলেন, রোহিতকে নিয়ে কী বললেন পার্থিব!
এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন মিচেল স্টার্ক। আইপিএলের দুটি মরশুমে তাঁর সংগ্রহ ৩৪ উইকেট।