দীর্ঘদিন পর কামব্যাক করে বলিউড মাতিয়েছেন ববি দেওল। সোশ্যাল মিডিয়ায় ববি দেওলের দুরন্ত পারফরম্যান্স নিয়ে পঞ্চমুখ সবাই। সেই ভক্তদের তালিকায় এবার রিঙ্কু সিং। কেকেআর এক্স প্ল্যাটফর্মে একটি ভিডিয়ো শেয়ার করেছে। সেই ভিডিয়োতে রিঙ্কুকে 'অ্যানিমাল' ছবির গান জামাল কুদু গানে নাচতে দেখা গিয়েছে। ববি দেওলের মতোই নাচতে দেখা যায় তাঁকে।
বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে টিম ইন্ডিয়ার সঙ্গে আছেন রিঙ্কু সিং। মঙ্গলবার পোর্ট এলিজাবেথে দ্বিতীয় T20 ম্যাচে নামার কথা তাঁর। কেকেআর যে ভিডিয়োটি শেয়ার করেছে, তা সত্যিকারের রিঙ্কু সিং নন। তাঁর মাথা কেটে বসানো হয়েছে। ক্যাপশানেই তা জানিয়ে দিয়েছে কেকেআর।
গত মরশুমে কেকেআরের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স করেন রিঙ্কুয। তাঁর ব্যাটে আসে ম্যাচ জেতানো ইনিংস। এরপরই ভক্তদের হৃদয়ে জায়গা করে নেন রিঙ্কু সিং।