এবার নতুন জার্সিতেই আইপিএলে (IPL 2022) নামবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। মেগা নিলামে (Mega Auction) দলে অনেকগুলো পরিবর্তন হয়েছে। পুরনো মরশুমে ব্যর্থ ক্রিকেটারদের বাদ দিয়ে নেওয়া হয়েছে নতুন তারকাদের। হোলির দিন কেকেআরের (KKR) নতুন জার্সি উদ্বোধন করলেন এই মরশুমের অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।
আইপিএলের প্রথম মরশুমে কালো সোনালি রঙের জার্সিতে মাঠে নামতেন সৌরভ, শোয়েব আখতাররা। গৌতম গম্ভীরদের সময় জার্সির রং বদলায় কেকেআর। এবারও জার্সির মূল রঙ থাকছে বেগুনি। তবে আগেরবারের মতো সোনালি স্ট্রিপ থাকছে না। হাত ও কোমরের কাছে থাকবে অর্ধগোলাকৃতি স্ট্রিপ। এছাড়া জার্সিতে আছে বিভিন্ন স্পনসরদের নাম।
আরও পড়ুন: মাঠে তিনিই এক নম্বর, তবে বাড়িতে অন্য কেউ! অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তরে খোলামেলা মাহি
এই মরশুমে নতুন জার্সি উন্মোচন করেছে অনেকগুলো দল। মুম্বই ইন্ডিয়ান্স, লখনউ সুপার জায়ান্টস, গুজরাট টাইটান্স, দিল্লি ক্যাপিটাল, রাজস্থান রয়্যালস, প্রত্যেক টিমকেই এবার নতুন জার্সিতে মাঠে নামতে দেখা যাবে। ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামবে কেকেআর।