মাত্র ২০ বলে হাফসেঞ্চুরি করলেন আন্দ্রে রাসেলের। ২০০ রানের গণ্ডি পার করল কেকেআর। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৮ রান তুলল কেকেআর। ২৫ বলে ৬৪ রান করে অপরাজিত রাসেল।
এদিন কলকাতায় একমাত্র হোম ম্যাচ কেকেআরের। বিকেল থেকেই ইডেনে-মুখী অনুরাগীরা। শনিবার ইডেনে গ্যালারির রং ছিল বেগুনি। প্রথম ম্যাচেই কেকেআরের সমর্থনে গলা ফাটালেন সমর্থকরা। আর রিঙ্কু-রাসেলের ব্যাটে উদ্বেল হয়ে উঠল গ্যালারি। শুরুটা করেছিলেন ফিল সল্ট ও রমনদীপ সিং। শেষ করলেন রিঙ্কু-রাসেল জুটি। ১৫ বলে ২৩ রান করে আউট হয়ে ফিরলেন রিঙ্কু সিং।
রবিবার শুরুটা ভাল হয়নি কেকেআরের। টসে জিতে প্রথমে ফিল্ডিং নেন সানরাইজার্স হায়দরাবাদ। ওপেনার ফিল সল্ট এদিন KKR-এর হয়ে অভিষেক করেন। তিনি ফিরলেও একের পর এক উইকেট হারাতে থাকে KKR। কিন্তু একাকুম্ভ হয়ে লড়লেন ফিল সল্ট। এবার নিলামে প্রথমে দল পাননি ফিল সল্ট। ৪০ বলে ৫৪ রান করলেন সেই সল্ট। আর ১৭ বলে ৩৫ রান করে দলকে ১০০ রানের গণ্ডি পার করালেন রমনদীপ সিং। শেষটা করলেন আন্দ্রে রাসেল। ইডেনের লম্বা লম্বা ছয় দেখা গেল তাঁর ব্যাটে। নট আউট থেকে গেলেন তিনি।