সোমবার থেকে শুরু হল আসন্ন আইপিলের টিকিট বিক্রি। ক্রিকেটের মহারণের মাত্র ১৭ দিন আগে থেকেই উত্তাপে গা সেঁকে নিতে তৈরি গোটা দেশ। সেদিন ইডেন গার্ডেন্সে আরসিবির বিরুদ্ধে প্রথম ম্যাচ নাইটদের। তবে ১ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইপিএল যুদ্ধ শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। তার আগে দর্শক চাহিদার কথা মাথায় রেখে ঘরের মাঠের ম্যাচগুলির জন্যে সোমবার থেকেই শুরু টিকিট বিক্রি।
জানা গিয়েছে, ৭৫০ টাকা থেকে টিকিটের দাম শুরু। ইডেনের মোট পাঁচটি ব্লকের আপার টায়ার থেকে এই টিকিটে খেলা দেখার সুযোগ থাকবে। ৭৫০ টাকার পর রয়েছে ১০০০ টাকার টিকিট। তবে ক্লাব হাউসের লোয়ার টায়ারে বসে খেলা দেখতে গেলে খরচ করতে হবে ৮ হাজার টাকা। নাইটদের কর্পোরেট বক্সে বসে খেলা দেখতে গেলে লাগবে ২৬ হাজার টাকা খরচ করতে হবে।
আরও পড়ুন- Darjeeling Snowfall: অসময়ে তুষারপাত দার্জিলিঙে, হঠাৎ শীতের কামব্যাকে খুশি পর্যটকেরা