মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে চমক কলকাতা নাইট রাইডার্সের (KKR)। মুম্বইয়ের প্রাক্তন ক্রিকেটারকেই রোহিতদের (Rohit Sharma) বিরুদ্ধে নামাল কেকেআর। প্রথম টিমে এসেই উমেশ যাদবের সঙ্গে বোলিং আক্রমণ শুরু করলেন রাসিখ সালাম দার।
কাশ্মীরের (Kashmir) কুলগাঁওয়ের আশমুজি এলাকায় বাড়ি রাসিখের। ২২ বছর বয়স। মাত্র ২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ইরফান পাঠানের (Irfan Pathan) ছাত্র তিনি। ২০ লক্ষ টাকায় তাকে আইপিএল মেগা নিলামে কিনেছে কেকেআর। উপত্যকার তৃতীয় ক্রিকেটার হিসেবে সুযোগ পান আইপিএলে। সেটা ২০১৯ সালে। মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে নিলামে কেনে। খেলার সুযোগ পান মাত্র একটি ম্যাচে। তার পর আর আইপিএলে দেখা যায়নি রাসিখকে। বুধবার সেই মুম্বইয়ের বিরুদ্ধেই তাঁকে দেখা গেল নাইটদের জার্সি গায়ে।
আরও পড়ুন: বৃহস্পতিবার প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস, জয়ের হ্যাটট্রিকই লক্ষ্য লখনউ সুপার জায়ান্টসের
এদিন টসের সময় শ্রেয়স আইয়ার জানান, শিবম মাভির পরিবর্তে দলে এসেছেন রাসিখ। তারপর রাসিখের হাতে কেকেআরের জার্সি তুলে দেন উমেশ যাদব নিজেই। কিন্তু কে এই রাসিখ। ভূসর্গের তৃতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে প্রথম ২০১৯ সালে পা রাখেন রাসিখ। মুম্বইয়ের হয়ে মাত্র একটি ম্যাচে সুযোগ পান তিনি। তারপর আইপিএলে আর দেখা যায়নি তাঁকে। এরপর ২০২২ সালে কেকেআরের হয়ে বুধবার নামলেন তিনি।