শনিবার আইপিএলের (IPL 2022) প্রথম ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের (KKR) মুখোমুখি চেন্নাই সুপার কিংস (CSK)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ যেন গত মরশুমের ফাইনালের (IPL Final) পুনরাবৃত্তি। কলকাতার নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Sryas Iyer) সামনে চেন্নাইয়ের নতুন অধিনায়ক রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)।
আইপিএল শুরুর আগে চেন্নাই সুপার কিংস বড় ধাক্কা খেয়েছে। শেষ মুহূর্তে অধিনয়ায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। দলকে নেতৃত্ব দেবেন রবীন্দ্র জাদেজা। দুই টিমে বিদেশি সমস্যা থাকবে প্রথম কয়েকটি ম্যাচে। প্রথম ম্যাচে কেকেআরের বিরুদ্ধে দলে নেই মইন আলি (Moen Ali)। কেকেআরও প্রথম কয়েকটি ম্যাচে পাবে না অ্য়ারন ফিঞ্চ ও প্যাট কামিন্সকে। তবে থাকছেন আন্দ্রে রাসেল, সুনীল নারিনরা। চেন্নাই সুপার কিংসকে হারিয়েই টুর্নামেন্ট শুরু করতে চাইছেন নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার।
আরও পড়ুন: চেনা মেজাজে শুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, ২টি নতুন টিম নিয়ে নয়া রূপে আসছে ক্রিকেট কার্নিভাল
ওয়াংখেড়ের উইকেটে ঘাস থাকলেও রান আসবে। এই উইকেটে টসে জিতে ফিল্ডিং নিলে অ্যাডভান্টেজে থাকবে টিম। কলকাতা বনাম চেন্নাই ম্যাচে স্কোরবোর্ডে বড় রান উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।