ইডেনে ঘরের মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। গত ম্যাচে আরসিবি-কে শেষ বলে হারিয়েছে কেকেআর। দারুণ ফর্মে আছেন ফিল সল্ট, সুনীল নারিন। রান পেয়েছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। এই ম্যাচ জিতলেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে কলকাতা। আইপিএল পয়েন্ট টেবিলে শেষ ৮টি ম্যাচের মধ্যে ৬টি ম্যাচে হারতে হয়েছে পঞ্জাবকে। পয়েন্ট টেবিলে ৯ নম্বরে রয়েছেন সাম কারেনরা। এই ম্য়াচে দলে ফেরার কথা অধিনায়ক শিখর ধাওয়ানের। জিতে ঘুরে দাঁড়াতে মরিয়া পঞ্জাব।
আইপিএলে এবার শুরু থেকেই ছন্দে কেকেআর। দলের মেন্টর হিসেবে গৌতম গম্ভীর যোগ দেওয়ার পর টিমের আত্মবিশ্বাস ফিরে এসেছে। গত কয়েকটি মরশুমে একেবারেই পারফরম্যান্স করতে পারেননি নারিন ও রাসেল। তাঁদের দলে রাখা নিয়েও প্রশ্ন উঠছিল। এই মরশুমে নতুন করে ছন্দে দুই ক্রিকেটার। নতুন ক্রিকেটার হিসেবে ফিল সল্টও দারুণ পারফরম্যান্স করেছেন। প্রায় ২৫ কোটি টাকা দিয়ে মিচেল স্টার্ককে কিনেছিল কেকেআর। তাঁর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু স্টার্কও ধীরে ধীরে ছন্দ পেয়েছেন। মরশুমের মাঝপথে নিজেদের অনেকটাই গুছিয়ে নিয়েছে দল।
এদিন দলে ফিরে নেতৃত্ব দিতে পারেন শিখর ধাওয়ান। স্যাম কারেনের নেতৃত্বে মুম্বইয়ের বিরুদ্ধে তীরে এসে তরী ডোবে পঞ্জাব কিংসের। গুজরাত টাইটান্সের বিরুদ্ধেও লড়েও হারতে হয়। ইডেনে সন্ধ্যায় ম্যাচ। কলকাতার তাপমাত্রা ভোগাতে পারে পঞ্জাব কিংসকে। তবে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না পঞ্জাবও। আর্শদীপ সিং, রাহুল চাহার, হর্ষল প্যাটেল ও কাগিসো রাবাদা পঞ্জাব টিমের বোলিং আক্রমণ সামলাবেন। নারিন, রাসেলদের দ্রুত প্যাভিলিয়ানে ফিরিয়ে কম রানে আটকানোই চ্যালেঞ্জ পঞ্জাব কিংসের।