আইপিএলে (IPL 2022) শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের (SRH) সামনে কলকাতা নাইট রাইডার্স (KKR)। গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হেরেছে কলকাতা। কিন্তু টিমের আত্মবিশ্বাস এখনও তুঙ্গে। এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচে হেরেছে টিম। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সেই মুম্বই ম্যাচের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামতে চাইছে কেকেআর।
কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) ওপর আগে থেকেই অনেক প্রত্যাশা ছিল। এখনও পর্যন্ত টুর্নামেন্টে সেই প্রত্যাশা ধরে রাখতে পেরেছেন তিনি। মুম্বই ম্যাচে তাঁর ব্যাট থেকেও রান এসেছে। এদিকে অসি পেসার প্যাট কামিন্স (Pat Cummins) যে কোনও প্রতিপক্ষের কাছেই বিপজ্জনক, তার প্রমাণ পাওয়া গিয়েছে। রোহিত ব্রিগেডের বিরুদ্ধে ১৪ বলে হাফসেঞ্চুরি করেছেন কামিন্স। ফর্মে আছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলও। বোলিং আক্রমণেও অনেকটা শক্তি বাড়িয়েছে কেকেআর। টুর্নামেন্টের শুরু থেকে ফর্মে আছেন উমেশ যাদব। ম্যাচে নেমেই প্রতিপক্ষকে বড় ঝটকা দিয়েছেন উমেশ। চোট না পেলে উমেশ যাদবের পারফরম্যান্স এই টুর্নামেন্টে বিরাট পার্থক্য গড়ে দিতে পারে। আর উমেশের সঙ্গে পেস আক্রমণে আছে প্যাট কামিন্স, টিম সাউদির মতো তারকারাও। এখনও তেমন সাফল্য পাননি টিমের বোলার বরুণ চক্রবর্তী।
আরও পড়ুন: পাঁচ ম্যাচ হেরে বিধ্বস্ত মুম্বই, আইপিএলে হারের কারণ খুঁজতে জরুরি বৈঠক, রোহিতের পাশে স্মিথ
এখনও পর্যন্ত, টুর্নামেন্টে বেশ সফল সানরাইজার্স হায়দরাবাদ। অধিনায়ক কেন উইলিয়ামসনের ইনিংস গত ম্যাচে সাফল্য এনে দিয়েছে। অন্য ওপেনার অভিষেক শর্মাও ভাল ফর্মে আছে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৭৫ রান করেছেন অভিষেক। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে করেছেন ৪২ রান। রাহুল ত্রিপাঠী, নিকোলাস পুরান, আইডেন মারক্রমও ফর্মে আছেন। এখনও পর্যন্ত আইপিএলে দ্রুততম ডেলিভারি করেছেন হায়দরাবাদের বোলার উরমান মালিক। কিন্তু প্রতিপক্ষকে সেভাবে বাগে আনতে পারেননি। রান খেয়েছেন অনেক। বোলিং আক্রমণে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ভাল ফর্মে আছেন ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, আইডেন মারক্রম ও মার্কো জেনসেন।
আইপিএলে এখনও পর্যন্ত ২১টি ম্যাচের মধ্যে ১৩বার জিতেছে কলকাতা নাইট রাইডার্স। ৭টি ম্যাচে কলকাতাকে হারিয়েছে হায়দরাবাদ।