ইডেনে মেগা ম্যাচ। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কলকাতা নাইট রাইডার্সের। প্রথমে ব্যাট করতে নামল লখনউ।
দলে একটি পরিবর্তন করল কলকাতা নাইট রাইডার্স। কেকেআর টিমে প্রথম একাদশে আছেন হর্ষিত রানা। রিঙ্কু সিংকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আনা হবে। স্টার্কের পাশাপাশি, বৈভব অরোরা,বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা কেকেআরের পেস আক্রমণ সামলাবেন।
এদিকে ইডেনে দলে পরিবর্তন করেছে লখনউ সুপার জায়ান্টসও। নবীন উল হকের পরিবর্তে দলে এসেছেন সামার জোসেফ। এদিকে লখনউ টিমে দেবদূত পাড্ডিকালের পরিবর্তে এসেছেন দীপক হুডা। বেঞ্চে রাখা হয়েছে আর্শাদ খান, কৃষ্ণাপ্পা গৌতমদের।