T20 সিরিজে বাদ পড়লেন টিমের ওপেনার কেএল রাহুল ও অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তাঁদের পরিবর্তে টিমে এলেন রুতুরাজ গাইকোয়াড ও দীপক হুডা। শুক্রবার এমনটাই জানিয়েছে বোর্ডের নির্বাচক কমিটি।
সদ্য কোভিড থেকে উঠেছেন অক্ষর প্যাটেল। অক্ষর ও রাহুল এখন বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে থাকবেন। চোট ও ফিটনেস টেস্ট পরীক্ষায় পাস করে যোগ দেবেন দলের সঙ্গে। বিসিসিআই বিবৃতি দিয়ে জানিয়েছে, দ্বিতীয় ওয়ানডে চলাকালীন বাঁ দিকের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন কেএল রাহুল।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি T20 ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ১৬ ফেব্রুয়ারি থেকে ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে সিরিজ।
আরও পড়ুন: দল ঘোষণা না হওয়া পর্যন্ত দলের অভ্যন্তর নিয়ে কথা নয়, বললেন ঋদ্ধিমান
T20 টিম
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণোই, যুজভেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হরশাল প্যাটেল, রুতুরাজ গাইকোয়াড়, দীপক হুডা।