আইপিএলের(IPL 2022) নতুন দুটি দল লখনউ(Lucknow) এবং আমেদাবাদ(Ahmedabad) এবার আনুষ্ঠানিকভাবে তাঁদের সদ্য কেনা ৩ খেলোয়াড়ের নাম ঘোষণা করল। আইপিএলের(ILP) মেগা নিলামের আগে RPSG গ্রুপ কেএল রাহুল(KL Rahul), অস্ট্রেলিয়ান(Australian) অলরাউন্ডার মার্কাস স্টোইনিস(Marcus Stoinis), এবং ভারতীয় লেগস্পিনার রবি বিষ্ণোইকে(Ravi Bishnoi) নিয়েছে।
১৭ কোটি টাকায় কেএল রাহুল, ৯কোটি ২০ লক্ষ টাকায় মার্কাস স্টোইনিস, এবং রবি বিষ্ণোইকে কেনা হয়েছে ৪ কোটি টাকায়। আগামী ফেব্রুয়ারিতে বসতে চলেছে আইপিএলের মেগা নিলামের(Mega Auction) আসর। সেখানে লখনউ ফ্রাঞ্চাইজি(Lucknow Franchise) প্রায় ৬০ কোটি টাকা নিয়ে ঝাঁপাতে চলেছে নিলামে। আইপিএলের(IPL) শুরু থেকেই ধারাবাহিকভাবে ভালো খেলছেন বর্তমানে ভারতের একদিনের(ODI) অধিনায়ক কেএল রাহুল(KLRahul)। তবে অধিনায়ক হিসেবে পাঞ্জাব কিংসকে(Punjab Kings) সেরার শিরোপা এনে দিতে ব্যর্থ হয়েছেন তিনি। পাশাপাশি, আইপিএলে বিষ্ণোই(Ravi Bishnoi) খেলেছেন পাঞ্জাবের হয়ে এবং দিল্লি ক্যাপিটালসের(Delhi Capitals) হয়ে খেলেছেন স্টোইনিস(Marcus Stoinis)।
অন্যদিকে, আমেদাবাদও(Ahmedabad) ৩ জন দুর্দান্ত খেলোয়াড়কে দলে নিয়েছে। রশিদ খান(Rashid Khan) এবং হার্দিক পান্ডিয়াকে(Hardik Pandya) ১৫ কোটি এবং তরুণ প্রতিভাবান ভারতীয় ব্যাটার শুভমান গিলকে(Shubman Gill) ৮ কোটির বিনিময়ে দলে শামিল করেছে আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি।
ইতিমধ্যেই দুটি দল তাঁদের অধিনায়কের(Captain) নাম ঘোষণা করেছে। লখনউকে(Lucknow) নেতৃত্ব দেবেন কেএল রাহুল(KL Rahul) এবং আমেদাবাদ(Ahmedabad) দলের দায়িত্ব পড়েছে হার্দিক পান্ডিয়ার(Hardik Pandya) কাঁধে।
আরও পড়ুন- Lionel Messi: লিওনেল মেসি বিশ্বকাপ কোয়ালিফায়ার্সে খেলবেন না
বেঙ্গালুরুতে ১২-১৩ ফেব্রুয়ারি নাগাদ আইপিএলের নিলাম বসার(IPL Mega Auction) আগেই এই দুটি নতুন দল তাঁদের পছন্দের ৩ জন খেলোয়াড়কে বেছে নিল।
বিধিবদ্ধ সতর্কীকরণ : এডিটরজি আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের অংশ