ইনদৌরে তৃতীয় টেস্ট থেকে বাদ পড়লেন কেএল রাহুল। ধারাবাহিক ব্যর্থতার জেরেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে টিম ম্যানেজমেন্ট। রাহুলের পরিবর্তে প্রত্যাশামতোই অজিদের বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা পেয়েছেন শুভমান গিল। ফলে 'হিটম্যান' রোহিত শর্মার সঙ্গে তিনিই ওপেন করেছেন। এছাড়া ভারতীয় দলে আরও একটি পরিবর্তন আনা হয়েছে। মহম্মদ শামিকে বিশ্রাম দিয়ে পরিবর্ত হিসেবে আনা হয়েছে উমেশ যাদবকে।
রাহুলের বাদ পড়া নিয়ে কোনও সন্দেহ ছিল না। কিন্তু শামিকে কেন বাদ দেওয়া হল, তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। প্রথম দুই টেস্টে স্পিন সহায়ক থাকা সত্ত্বেও ভারতকে ব্রেক থ্রু দিয়েছেন শামি। তাই শামির কোনও চোট রয়েছে কীনা, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। শামিকে বিশ্রাম দেওয়া হয়েছে বলেই জানিয়েছেন ভারত অধিনায়ক।
আরও পড়ুন- West Bengal Weather Update : মার্চ পড়তেই বাড়ছে গরমের দাপট, উষ্ণ আবহাওয়াতেই কাটবে দোল